মৌমিতা মিত্র

তাজমহল

মৌমিতা মিত্র





মিল্ক অরগ্যাজমের চূড়া স্পর্শ করলে

কনডেন্সড বা তাজমহল হয়।

২ 

নীল... ভীষণ ভীষণ নীল

বিছানায় ঝাঁক ঝাঁক কারু কবুতর

যমুনার চরে কুকুর হেঁটে যায়

ভৌ ভয়রোঁ ভোর 

কুয়াশা না সতীচ্ছদ? 

ঠুকরে ছিঁড়ে উড়ে গেল

শাজাহানের ঠোঁটটি লাল


৪ 

বাইশ বছর ঠুক ঠুক ঠুক ঠুক

মোহন হাতুড়ি বাজে

যমুনা কিনারে

মমতাজ কবর মেলে বসে.... 

কেউ ফেরে না

৫ 

মেঘের ভাঁজে উপগত মিনার 

রোজ একটি করে সূর্য সম্ভব

তাজমহলের কোমরে কপালে হাঁটুতে 

সূর্য চাঁদ তিল আর ব্রণ ফেরি করে

জিভ - চূড়া লকলক করে

আকাশ চেটে খায়

কালীর পরনে কারিগরদের

কাটা কাটা হাত

সামান বুর্জ থেকে 

চকচকে ভেসে আসে

দেওয়ালের চোখ চোখ হীরেয়

লাখো লাখো তাজমহল 

কয়েদ বাদশার আঁখিমুঠো 

ঝরে ঝরে যায়

জাহানারা বাতিদান আনে

কণা কুড়োয়

বৃক্ষছায়া -কামড় থামে থামে

স্তনে স্তনে যেভাবে আঁচড় - আলপনা

১০ 

বুকে পাথর; পাথরের বুক

ইসিজি একঘেয়ে সরলরৈখিক 

তবু বেহাগ ছোঁয়ালে 

শাজাহান আজও ঢিব ঢিব করে


পাঠকের মতামতঃ